শীতকাল এই তো মাত্র দুই মাস
চলো আমোদ করি
একটু না হয় ঠাণ্ডা বেশি
কাঁথা জড়িয়ে ধরি।
কাঁপ ধরেছে তাই তো আমেজ
বসে রোদের পাশে
কনকনে জল ঝিলের ধারে
পরিযায়ী আসে।
শাল সোয়েটার কাঁথা কম্বল
সব বেরিয়ে পড়ে
কত রঙের ফুলের বাহার
বাগান শোভা করে।
নানা রকম শাক ও সবজি
নলেন গুড়ের সাথে
মস্তি ভরা চড়ুইভাতি
করবো দিনে রাতে।
শীতের মজা জ্যাকেট মোজা
মাত্র দুইটি মাসে
উত্তুরে আর কষ্ট শীতেও
সবাই ভালোবাসে।