শীত এলে ঠকঠক
সারাদিন কাঁপি
কুয়াশায় রোদ কম
তার তাপ মাপি।

মোজা আর জুতা পরো
সোয়েটার গায়ে
জল দেখে পালাই যে
ডাঁয়ে আর বাঁয়ে।

বায়ূ বয় ঝিরিঝিরি
কাঁপে ঘাস পাতা
খসখসে হাতে পায়ে
শরীরের যা তা।

শীত, তুই তাপ নিয়ে
এলে তোর সাথে
গরীব ও পথ শিশু
উৎসবে মাতে।

কম্বল কাঁথা গায়ে
আর ভালো লাগে?
খুব খুব তাপ নিয়ে
আয় তুই আগে।