মাঘ মাসের শীত আরো কেঁপে
আসে জেনে রেখো
উত্তুরে তার দাপট দেখায়
সাবধানে তাই থেকো।
হাড় কাঁপানো কনকনে খুব
পড়ে ঠাণ্ডা যত
লেপ কম্বল আর সোয়েটারে
থাকবে অবিরত।
হিম শীতলে খসখসে গা
আসে মাঘের শেষে
শীত বুড়িটার হু হু বাতাস
বসবে পাশে এসে।
ভোরের দিকে কাঁপন ধরা
হাত পা যায় যে জমে
কুয়াশাতে চারদিক ঢাকা
আলো আসে কমে।
মাঘের শীতে ঝরা পাতা
কিশলয়ের ডাকে
শীত ঋতু খুব লড়াই শেখায়
গরম জামার ফাঁকে।