হিম শীতলে বইছে বাতাস
কুয়াশাতে ঢাকছে আকাশ
শীত এসেছে আজ
পররে কাপড় সারা গায়ে
জ্যাকেট টুপি মোজা পায়ে
সাজ রে উলের সাজ।

এই তো মাত্র দেড় দু মাসে
উত্তর থেকে হিমেল আসে
ঠাণ্ডা লাগে খুব
জড়সড় হয়ে থাকা
লেপ কম্বলে কাঁথায় ঢাকা
কনকনে দাও ডুব।

শিউলি গাঁদা ডালিয়া আর
গোলাপ কসমস দেখায় বাহার
শীতের যত ফুল
খেজুর রসে জমে মজা
নলেন গুড়ের খেতে গজা
করবে না তো ভুল।

শীতের আমেজ বুক ভরে নাও
বইমেলা আর সার্কাসে যাও
লাগবে ভালো বেশ
রামধনু রঙ শিশির ঘাসে
খিলখিলিয়ে শীতে হাসে
আমাদের এই দেশ।