শীত এসে গেছে ভাই
শীত এসে গেছে
ওই দেখো পাতাগুলো
দোলে নেচে নেচে।

শিশিরের রেখা ধরে
ঘাস পাতা মাঝে
হিম হাওয়া বয়ে চলে
সকালে ও সাঁঝে।

জাড় লাগা পথ ঘাট
দেখি চারিদিকে
ধান তোলা ফাঁকা মাঠ
কুয়াশাতে ফিকে।

ফুল ফোটা মিঠে রোদ
বেশ লাগে গায়ে
সবজি ও ফসলের
চাষ চলে গাঁয়ে।

শীত এসে গেছে ভাই
সাবধানে থেকো
সোয়েটার আলোয়ান
প্রস্তুত রেখো।

দীনদুখী পায় না তো
শীত ঢাকা জামা
আরো বেশি রোদ দিও
ও সূয্যি মামা।