হিমেল হাওয়ার লাগল কাঁপন
আমলকী বন জুড়ছে নাচন,
ঢেউ খেলে যায় পাকা ধানে
শিশির ঝরা বিকেল গানে।
দূর কুয়াশায় সকাল ঢাকা
মিষ্টি রোদে ছায়া আঁকা,
দেখছে খুকি দরজা খুলে
রামধনু রঙ বাগান ফুলে।
ঝরা পাতার শীতল দিনে
ওঠে মর্মর আকাশ ঋণে,
জাড় লেগেছে চারিদিকে
কম আলোতে লাগছে ফিকে।
শীতের রাস্তা যাচ্ছে লোকে
দেখে খুকি মুগ্ধ চোখে,
ঘাস পেরিয়ে উঠোন বাঁকা
বইছে মাথায় ফলের ঝাঁকা।
শাল আলোয়ান আসছে হাটে
টলটলে জল পুকুর ঘাটে,
শিরশিরিয়ে বুকের কাঁপন
শীত এলো শীত হিমেল নাচন।