শিশুর মতো সরল হলে
জীবন সহজ হবে
এ পৃথিবী আরো সুন্দর
লাগবে তোমার তবে।
হি হি করে হাসতে থাকা
কান্না পেলে কাঁদা
দেখতে শেখা পথের বাঁকে
কালো এবং সাদা।
মিষ্টি কথা আদর মাখা
পবিত্র মন মানি
নীল আকাশে যেমন ভাসে
মেঘের নৌকা খানি।
সবুজ মনের অবুঝ ডানা
উড়লে ইচ্ছে সুখে
ফুলের মতো রঙিন খুশি
থাকবে সবার বুকে।
শিশুর মতো খেলনা বাটি
ঘর সংসারে তুমি
মানুষ মাঝে আকাশ আলো
গড়বে নিজের ভূমি।