শিশু দিবস নয় তো শুধু
ছোটো শিশুদের
সবার মনে বাঁচুক শিশু
হোক না বড়দের।
হাসি খুশি আর আনন্দে
শিশু সকলের
বাঁচতে শিখুক বাঁচা শিখুক
জীবন আকাশের।
আচরণে আর আচারে
হোক সে সমাজের
ফুল পাখি আর গানের মত
সূর্য সকালের।
সবার যদি শিশুর মত
ইচ্ছে হয় মনের
পৃথিবীটাই শিশুর যোগ্য
হবে সকলের।