চল রে ভজা আয় রে কানু
টায়ার গাড়ি খেলি
লাঠি দিয়ে পিটিয়ে দূর
যাবো ডানা মেলি।

একসাথে সব রাস্তা ধরে
আমরা শিশু জনে
সাইকেলের এই টায়ার দিয়ে
খেলব হাসি মনে।

আরো কত এমন খেলা
খেলে শিশু বেলা
এখনও ঠিক সব শিশু মন
বসায় খুশির মেলা।