তপ্ত রোদে হাতুড়িতে ভাঙছে ইঁট যে শিশু
খালি গায়ে ভাত জোটে না হয়তো সেও যিশু।
ছাতার ফাঁকে সূর্য তাপে রুক্ষ দিনে একা
ইঁট ভেঙে তার সংসার চলে পায় না সুখের দেখা।
শৈশব কেমন হেসে খেলে যায় কেটে যায় স্কুলে
সেসব সে তো জানে কিন্তু গেছে সবই ভুলে।
শিশু যদি শ্রমিক হয়, না লেখাপড়া করে
বড় হয়ে কেমন করে এদেশ দেবে গড়ে?
ভবিষ্যতের এই শিশুকে দিলে ভালোবাসা
মানবতার যিশু হবে শান্তি সাম্য আশা।