যদি তুমি উঠতে পারো
শিশির ঝরা প্রাতে
তবে তোমার বইবে জীবন
অন্য রকম খাতে।
দেখবে কত ফুল ফুটেছে
সারা সময় জুড়ে
মিষ্টি রোদের রামধনু রঙ
রাখবে তোমায় মুড়ে।
পড়াশুনায় বসবে যে মন
ইচ্ছে জাগবে কাজে
চারিটি পাশ সুন্দর হয়ে
দেখবে কেমন সাজে।
গাছের পাতা থাকবে ভিজে
দেবে হাওয়ার দোলা
সবুজ হাসি তোমার মনের
রাখবে দুয়ার খোলা।
যা দেখবে তা জানবে সবই
সারাটা দিন পাবে
সকাল শিশির ভোরের আলো
খিলখিলিয়ে যাবে।