শিক্ষক হল সবার উপরে
সম্মানী এক জন
মানুষ গড়ার কারিগর তাই
সবার আপন জন।
বাবা মা অথবা প্রতিবেশীগণ
জানে না অনেক কিছু
শিক্ষক যাহা শেখায় সকলি
নেয় জীবনের পিছু।
শিষ্টাচার ও জ্ঞান গরিমায়
শিক্ষক যদি থাকে
সেই দেশ জাতি অগ্রগতিতে
পড়ে না কখনো ফাঁকে।
স্কুলের শিক্ষা ঘরের শিক্ষা
জীবন শিক্ষা যত
শিক্ষাগুরুর মান সম্মান
শিক্ষা ফুলের মত।
শিক্ষক তাঁর শিক্ষার মান
সঠিক শিক্ষা দিলে
সমাজের বুকে সম্মানটুকু
দেবেন সকলে মিলে।