শিক্ষা দেওয়া
শিক্ষা নেওয়া
সবটুকু পাক ছাত্র,
চলো স্কুলে
যায় নি ভুলে
শিক্ষক শুধু মাত্র।
প্রণাম করি
দাও হে গড়ি
সমাজ সুস্থ চিন্তা
শিক্ষা পেলে
ডানা মেলে
নাচে শিশু ধিন তা।
শিক্ষক, তাকায় তোমার দিকে সবাই
সফল হোক সেই ইচ্ছেটাই