সবার উপরে শিক্ষা গুরু
জ্ঞান চক্ষু দেয় খুলে
শিষ্টাচার আর মানবতা
ফোটে মানুষ ফুলে।
বাবা মা আর আমার আপন
সব কিছু কি জানে
গুরুর বচন সব জীবনের
আদর্শ তাই মানে।
দেখে শেখা নয়তো সহজ
শিখিয়ে পথ চলা
গুরুর আসন মান্যতা হোক
প্রাণের কথা বলা।
শেকড় জুড়ে মাটির নেশা
শোভা ফুলে ফলে
গুরুর শিক্ষা বেদের বাণী
যুগ যুগ ধরে চলে।
মেরুদন্ড গড়তে জাতির
শিক্ষা জীবন আশা
শিক্ষা গুরুর ভরসা প্রণাম
ছড়ায় ভালোবাসা।