এক নিমেষে জীবন যতই
হাতের কাছে পাই
কোন কিছু শিখতে হলে
শিক্ষা গুরু চাই,
মায়ের শিক্ষা বাবার শিক্ষা
সংসার শিক্ষা তাই
সবার সেরা স্কুলের শিক্ষা
গুরুর কাছে পাই।
চক ডাস্টারে ও ব্ল্যাকবোর্ডে
সবাই শিক্ষা নেয়
মানব জাতির মেরুদন্ড
শিক্ষক গড়ে দেয়।
শিক্ষা নেওয়া শিক্ষা দেওয়া
বদল সমাজ পথ
শিক্ষক পারে ভাবনা জ্ঞানে
দিতে মতামত।
আঁধারে ঐ আলোর রেখা
স্কুলের সীমানায়
শিক্ষক তুমি আলো জ্বালাও
প্রণাম তোমার পায়।