আগের দিনে পাঠশালাতে
লেখাপড়া চলতো
ছেলেমেয়ে গুরুজনদের
মান সম্মানে বলতো।
খাগের কলম দোয়াত কালি
তালপাতাতে লিখতো
স্কুলের থেকে সহবত আর
আদব কায়দা শিখতো।
পড়া দেওয়া পড়া নেওয়া
নিয়মিত করতো
শিক্ষকগণ সব শিক্ষার্থীদের
দেশ ভবিষ্যৎ গড়তো।
শ্রেণীকক্ষে ডাস্টার চক আর
সাথে বেতও রাখতো
খেলাধূলা পারফরম্যান্সে
এগিয়ে সব থাকতো।
এখন সে সব পাল্টা হাওয়া
গুরু শিষ্য নয়তো
খাতা কলম অনলাইনেই
শিক্ষা চলছে হয়তো।