শান্তির আশায় ঢল নেমেছে
আজকে শিবের থানে
শিবরাত্রির করছে ব্রত
সংসার সম্মানে।
ভক্তি শ্রদ্ধায় ঢালছে জল দুধ
পূরণ হবে আশা
শিব জ্ঞানে আরাধনায়
এই পথে তার আসা।
শিব অর্থে মঙ্গলময় সব
শক্তি আনতে মনে
উপাচারে অর্চনাতে
যাচ্ছে নারী জনে।
মানুষ মনের শান্তি যাপন
শিবের পূজো করা
বর পেয়েছি ঘর পেয়েছি
সংসারে সুখ ভরা।
নক্ষত্র আর তিথির মিলন
আজকে শিবের রাত্রি
আমরা সবাই মঙ্গলসূচক
শান্তি পথের যাত্রী।
মহাদেবের মহান ডমরু
ঐ দূরে ঐ বাজে
চলো জীবন ভক্তি শ্রদ্ধায়
চলো নিজের কাজে।