শীত এলো ভাই শীত যে এলো
শীতের বস্ত্র চাই
গরীব মানুষ দিন আনি খাই
কোথা বলো পাই।
একটা আছে ছেঁড়া কাঁথা
সেলাই করে তাই
এবার শীতটা কেটে যাবে
ভাবনা কিছু নাই।
থাকতে সূর্য বাঁচার চেষ্টা
যেটুকু পাই তাপ
কনকনে শীত একসাথে সব
বন্ধ দরজা ঝাঁপ।
পড়ছে শিশির কুয়াশাতে
ত্রিপল ঘেরা ঠাঁই
সূর্যের তাপে শীত ঋতু ভাই
বাঁচতে যেন পাই।