শিউলি তলায় ভোরের বেলা
ফুল শিশিরের হয় যে খেলা,
আকাশ মেঘের ভাসায় ভেলা
এনেছে শরৎ ফুলের মেলা।
বইছে বাতাস কাশের ফুলে
ফোটাতে শালুক যায় নি ভুলে,
টল টলে জল ঝিল পুকুরে
আমলকী ফল ঠিক দুপুরে।
হিমের পরশ লাগছে এসে
আলপথ চলে গ্রামের শেষে,
কচি ধান গাছে সবুজ ঢেউ
উদাসী বাতাসে চলছে কেউ।
তাল গাছ সারি নরম আলো
ঝাউ বন দূরে লাগছে ভালো,
কামিনী মালতী টগর ফোটে
শরৎ আকাশে মেঘেরা ছোটে।
প্রজাপতি আসে ফুলের কাছে
চড়াই শালিক মাচায় নাচে,
শরৎ শোভায় মনটা ভোলে
সারা পরিবেশ দোদুল দোলে।