শিশির পড়া সবুজ ঘাসে
রামধনু রঙ দেখে
সকাল রোদে শিউলি সাদা
অর্ঘ্য দিল রেখে।

বেঁচি পাতার গাল বেয়ে তাই
ঝরছে শরৎ সোনা
গাছের ফাঁকে রৌদ্র ছায়া
আলোর সুতোয় বোনা।

আকাশ নীলে মেঘ গুলো সব
চলছে দলে দলে
মিষ্টি হাওয়া বনের ধারে
গোপন কথা বলে।

পুকুর ঘাটে পদ্ম শালুক
হংস চলে ধীরে
ঢেউ খেলা ঢেউ ধানের খেতে
আসছে চাষী ফিরে।

বাংলা মায়ের চেনা ছবি
আর দেখে না খুকি
ফ্ল্যাট বাড়ি বারান্দাতে
দিচ্ছে সূর্য উঁকি।