নীল আকাশে সাদা মেঘের
ভাসছে অনেক ভেলা
জল পুকুরে পদ্ম শালুক
বসায় রঙের মেলা,
ঝিলের ধারে কাশের রাশি
করছে খুশির খেলা
পড়ছে ঝরে শিউলি সাদা
ঘাসে সকাল বেলা।
মিষ্টি রোদে গাছের পাতা
দুলছে চামর দোলা
শারদীয়ার আল্পনাতে
ঘরের দুয়ার খোলা,
বইছে বাতাস পূজোর গন্ধে
হিমের পরশ মেখে
শরৎ শিশির আনছে পূজো
সবাই চেয়ে দেখে।