কোলের মাঝে আদর যত
জন্ম জীবন পার
অনুভবে আলোর দিশা
মায়ের অঙ্গীকার।
সুখ পেয়েছি দুখ পেয়েছি
শান্তি সুখের ধাম
হাত ধরে মা পথ চলেছি
শুধু তোমার নাম।
হাঁটা চলা কথা বলা
শিক্ষা শিখে যাই
মায়ের স্নেহ হাত বাড়িয়ে
স্বর্গ সুধা পাই।
কি লিখব আর মায়ের কথা
পথ চেয়ে যে রয়
সৃষ্টি সুখে আলোর কথা
শীতল হাওয়া বয়।
সবার জীবন মায়ের বরণ
আকাশ উচ্চ দিন
সবটুকু সব দিয়েও মানুষ
থাকে মায়ের ঋণ।