বিড়াল ছানা ধরতে পারি
ছুটি মায়ের পিছে
খেলনা পেলে ভেঙে ফেলি
রাখি সোফার নীচে।
কুকুর নিয়ে খেলতে পারি
ফ্ল্যাটের করিডোরে
যা শুনি তা আবোল তাবোল
বলতে পারি জোরে।
ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে পারি
খিলখিলিয়ে হাসি
বই ও খাতা একটু ছিঁড়ে
খেলনা নিয়ে আসি।
দেওয়াল জুড়ে আঁকিবুঁকি
আঁকতে পারি আমি
এক পা দু'পা সিঁড়ির ধাপে
শুধু উঠি নামি।
আমি হলাম সবার শৈশব
চিনতে যদি পারো
সারা জীবন এই মনোভাব
আঁকড়ে ধরো আরো।