মন কিশোরের পাখনা মেলে
দূরের দেশে দেব পাড়ি
ইচ্ছে খুশির উড়নচন্ডী
আছে আমার পায়ের গাড়ি।

এক পা দু'পা পথ চলা পথ
পেরিয়ে ঠিক পৌঁছে যাব
থাক না যত উঁচু নীচু
খেয়াল রঙের দেশটি পাব।

সবুজ ঘেরা আকাশ নীলে
মেঘের ভেলা সুখের দেশে
মিষ্টি রোদে গা এলিয়ে
রামধনু রঙ যাব ভেসে।

গঙ্গা ফড়িং মাছরাঙাদের
ঝোপের ধারে বকের বসা
থমকে দাঁড়ায় দৃষ্টি উদাস
দূর দিগন্তে তারা খসা।

তেপান্তরের সেই ঠিকানায়
হাসির রাশি দেব পাড়ি
চাঁদ জোছনায় সবাই এসো
সেই যেখানে আমার বাড়ি।