স্কুলের পড়া শিক্ষার সেরা
শিখতে হবে আগে
পাঠ্যক্রমের পাঠ নিতে সব
উঠে পড়ে লাগে।
এটা পড়তে ওটা লিখতে
সব শিশুরা ব্যস্ত
পারফরম্যান্সে সারাটা দিন
থাকে ওরা ত্রস্ত।
সিলেবাসের বইয়ের চাপে
করতে আরো ভালো
বাগানে ফুল শিশিরে রোদ
পায় না আকাশ আলো।
এত এত বিষয় জুড়ে
নম্বর চাই যে শুধু
পড়ুয়া আর স্কুলের দরজা
যেন মরু ধূ ধূ ।
সবার সেরা হওয়ার লড়াই
থাকছে কেবল জারি
প্রতিভা আজ ব্যর্থ মেকি,
জীবনে যা পারি।