শরৎ এলে কাশের ফুলে
ভরে চারি দিক
সবার মনে খুশির জোয়ার
ঢেউ তুলে যায় ঠিক।
সাদা মেঘের ভেলা ভাসায়
নীল আকাশের পার
পদ্ম শালুক রঙিন সাজে
সাজায় ঝিলের ধার।
ঝরে পড়া শিউলি ফুলে
উঠোন সাদা হয়
হাল্কা শীতের আমেজ নিয়ে
ধীরে বাতাস বয়।
শিশির রোদে গাছের পাতা
আলতো ছোঁয়া দেয়
মাঠের ধারে তুলতে ফসল
চাষীরা খোঁজ নেয়।
শরৎ সাদা শারদীয়া
আনন্দ উৎসব
সকালবেলায় গাছের শাখায়
পাখির কলরব।