তাই এগিয়ে যেতে যেতে
এইখানে কেউ এসে
কিছু বলার জন্য বলবে
স্মৃতির পাশে বসে।
ঐ দাঁড়িয়ে আকাশ মাটি
বলবে কত কথা
কান্না হাসির পরিচিতি
মুছে দেবে ব্যথা।
সেই পথে সেই দিন চলে যায়
আমরা ফিরে ফিরে
মুখোমুখি বসব এসে
স্বপ্ন থাকবে ঘিরে।
বুকের ভেতর হাঁটছে মানুষ
পথে একলা একা
হাত ধরে তার সময় চলে
আলোর সীমারেখা।