সময়, সে তো বয়ে চলে
কাজে লাগাও তাকে
বৃথা সময় নষ্ট করা
ফেলবে তোমায় ফাঁকে।
যে সময়ে যা করার তা
মনোযোগে করো
জীবনটাকে সহজ সরল
আনন্দ রূপ গড়ো।
পড়ার সময় পড়া শেখা
খেলার সময় খেলা
শৈশব থেকে কৈশোর যৌবন
নানা কাজের মেলা।
সব কাজে ঠিক সময় মতো
করলে সঠিক কর্ম
হাত ধরে হাত সময় যে হয়
সব জীবনের ধর্ম।
সময় হলো বড় শিক্ষক
নিজের সময় হলে
ফাঁকি দেওয়া ফাঁকে পড়া
সব বুঝিয়ে বলে।