জীবনটা নয় সহজ কিছু
যাঁতাকলের খেল
বাইরে দাঁড়াও ভেতরে ঠিক
স্বপ্ন রঙিন মেল।

ফাঁদ পাতা এক পথের বাঁকে
করলে কঠিন খোঁজ
মিথ্যে সাঁকো অনধিকার
বুঝতে চাইলে বোঝ।

আলোর মাঝেও অন্ধকার তো
নিজের বিবেক বোধ
পেরিয়ে তার কান্না হাসি
উঠোন সত্যি রোদ।

পাতা আছে যাঁতাকল তাই
এড়িয়ে ঠিক পথ
আমার বুকে জ্বালতে হবে
আমার মতামত।

ভাঙতে খাঁচা দুয়ার খোলা
আপন জনের মন
মিলে যাবো মিশে যাবো
বাঁচব সারাক্ষণ ।