জীবনটা নয় সহজ অঙ্ক
দুয়ে দুয়ে চার
দিনের আলোর মাঝেও দেখবে
কত অন্ধকার।

গভীর কোনো খাদের পাশে
মুক্ত জীবন পথ
হাত ধরেছে মোহন সুজন
টানছে সুখের রথ।

হারিয়ে যা খুঁজে ফেরা
দুটি মনের মিল
সম্পর্ক তাই মন্দ মধুর
আন্দাজে মার্ ঢিল।

ভাবনা বন্ধু শত্রু লড়াই
লুকানো বাঘনখ
পরম প্রিয় কখন যেন
বলছে এ তার শখ।

কিছু চাওয়া কিছু পাওয়া
জীবন স্বপ্ন পার
মানিয়ে নাও মিলে যাবে
দুয়ে দুয়ে চার।

নরেন্দ্রপুর, পশ্চিমবঙ্গ ।