সন্ধ্যেবেলায় মালতী ফুল
ফুটে আছে কত
তাদের দেখে মনটা আমার
হল ফুলের মত।
চারিদিকে ছড়ায় সে তার
মিষ্টি মধুর গন্ধ
বাতাস যেন সেই দোলাতে
পায় যে নতুন ছন্দ।
ঘরের পাশে ফুলের সোহাগ
মাথা দোলায় ধীরে
প্রেম যমুনা মন পীরিতি
দেখে না আর ফিরে।
নানান রঙের ফুলগুলি সব
পাঁপড়ি মেলে ফোটে
ফুলের হাসি মধুর লোভে
অলি এসে জোটে।
ফুল কুমারী ফুল মালতী
উদাস মনের আশা
ঠমক ঠমক ঠোঁট গোলাপী
দাও গো ভালোবাসা।