ওই দেখো চেয়ে দূরে আরো দূরে
ওড়ে বলাকার সারি
নীল আকাশের সীমানা ছাড়িয়ে
দিতে চায় ওরা পাড়ি।
চলে একসাথে আগে আর পিছে
রূপকথা দেশে দেশে
পৃথিবীর কোলে সাঁঝের বেলায়
কুলায় ফিরবে শেষে।
রঙ সাদা আঁকা তুলো পেঁজা মেঘে
মন খুশি কথা বলা
এসো খোকা খুকি বলাকার মত
হোক আজ কথা চলা।