জীবন থেকে জীবন চলে
রক্তের প্রবাহ দিয়ে
শরীরে তার স্পন্দন কণা
পথ এগিয়ে নিয়ে।
বাঁচতে হিসেব চলমান তাই
আকাশ আলোর রেখা
ফোঁটা ফোঁটা কল্লোল স্রোতে
পাই যে প্রাণের দেখা।
ব্যবহারের গুণাবলী
মোহন সাঁতার কাটে
গাছ পাখি আর মানুষ কর্ম
যেমন পথে হাঁটে।
ছুটছে ঘাম আর রক্তের ধারা
কষ্টের মুখে রক্ত
রক্তের তেজে ক্ষমতা তার
কতজন হয় ভক্ত।
বিশ্বাসের এই মূল সূত্রে
জীবনের সব আশা
রক্তের ঋণে হাজার প্রজ্ঞা
ছড়ায় ভালোবাসা।