আকাশ আলো মাটির বুকে
জেগে আছে প্রাণ
অনন্ত এ বিশ্বলোকে
পাই যে প্রেমের ঘ্রাণ।
তাই তো মনের জানলা খুলে
শুনি হৃদয় গান
মৌমাছিরা ফুলের বনে
হাসির ছন্দ তান।
সূর্য চন্দ্র গ্রহ তারা
কোথায় কত দূর
ভাবনা মনের হাজার বুনন
নীড়ে ফেরার সুর।
ভোরের পাখি মিষ্টি বাতাস
শিশির ভেজা ঘাস
প্রাণের মোহ দিনান্ত সুখ
আমরা বারো মাস।
রোজ নতুনে রাত্রি দিনে
জগৎ ঘুর্ণি পাক
গাছ সবুজে রৌদ্র খেলা
থাক আমাদের থাক।