রোদ্দুর তুমি সকাল বেলায়
সরাও যত কালো
গাছের ফাঁকে এক গাল হেসে
মন করে দাও ভালো।

পূবের উষ্ণ পরশ পেয়ে
ফুল কলি সব ফোটে
বিশ্রাম ছেড়ে সবুজ পাতা
ঘুম থেকে ঠিক ওঠে।

দুঃখ সুখের এই ঠিকানায়
মন মোহ রঙ মাটি
আলোর ঝর্ণা ঘরের উঠোন
আরো সুন্দর খাঁটি।

দুয়ার খোলা আকাশ নীলে
রঙিন ফুলের মেলা
মিষ্টি বাতাস রোদ ঝলমলে
ভ্রমর করে খেলা।

শিশির ঘাসে রামধনু তার
আল্পনা রঙ আঁকে
রোদ্দুর তুমি থাকলে পাশে
দেহ মন তেজ থাকে।