বসন্তের রঙে হলো হৃদয় রঙিন
আবিরের রঙে এলো ফাগুনের দিন,
রাঙা মাটি পলাশের লাল লাল রঙে
সখি আজ ঘিরে ধরে নাচে কত ঢঙে।
শিমুলের তলে তাই রাধা কৃষ্ণ যত
দল বেঁধে ফুল ফোটা মনে অবিরত,
অনুরাগ মিলেমিশে যেন অকারণে
মনের ভেতরে মন গায় আন মনে।
দিগন্তে লাগলো নেশা দ্বার খোলো ভাই
লাগাব একটু রঙ লজ্জা কিছু নাই,
লাল নীল কত রঙে ভরা পিচকারি
আয় না রে আরো কাছে রঙ ছুঁড়ে মারি।
অশোক কিংশুক ফুল দূরে ফুটে আছে
দল মেলে হাসে ওরা এলে তুমি কাছে,
রামধনু রঙে সখি সেজেছে কে সাজ
বসন্ত বলল হেসে, এ যে ঋতুরাজ।