রাঙা মাটির পথের ধারে
পলাশ ফুটে আছে
লাল নেশাতে মহুয়া ফুল
এলো আরো কাছে।

শাল পিয়ালের জঙ্গলে ঐ
যাই যে পীরিত খুঁজে
টগরী মাথায় রুক্ষ মাটি
কানে পলাশ গুঁজে।

খর রোদে মাটির তাতে
পুড়ছে হৃদয় একা
পলাশ দোলে লাল রঙিনে
আবার হবে দেখা।

বিয়ের জোড়া সারা শরীর
অঙ্গে লাগে ব্যথা
তোমার সঙ্গে ফাগুন আগুন
বলবো কত কথা।

আয় বসন্ত আয় রে কাছে
এক দেহে যাই মিলে
মহুয়া ফুল নেশার মাদল
আজ রাঙিয়ে দিলে।

রাঙা মাটির লাল আঙিনায়
এই গতরের আশা
ঢঙ করে চঙ, রঙ মেখে ঠিক
দেবো ভালোবাসা।