আমি ছেড়ে চলে গেলে
রাখবে না কেউ মনে
সে সব আমি জানি বলে
ডাকছি জনে জনে।
সংসারের যা করণীয়
নিজের কাছে বাধা
মোট বয়েছি নিজের জন্য
এমন আমি গাধা।
এই যে আলো বইছে বাতাস
আকাশ নীলে ভরা
ফাঁকে থেকে ফাঁকির মাঝে
দিই নি ফাঁকি ধরা।
মনে রাখুক নাই বা রাখুক
আমি ছিলাম, আছি
মুখের হাসি ভুলতে থাকি
মিথ্যে কাছাকাছি।
কে কাকে আর রাখছে মনে
কি বা হবে জেনে
ভালোবাসায় বেঁচে আছি
নিজের ইচ্ছে মেনে।