সাহিত্যের যা ভাষা ছন্দ
মুক্ত ভাবনা আছে
সব কিছু সব রবীন্দ্রনাথ
পাই যে তোমার কাছে।

গল্প ছড়া গান কবিতা
উপন্যাসের পাতা
রবীন্দ্রনাথ বেঁচে ওঠা
রোজ নতুনের খাতা।

ভাষা যেন প্রাণ খোলা এক
বারান্দাতে আসা
রবীন্দ্রনাথ তোমার লেখা
সূর্য আলোয় ভাসা।

বৈশাখ পঁচিশ শ্রাবণ বাইশ
তারিখ দুটি জানে
জন্ম তোমার মৃত্যু দিবস
প্রাণের কথা মানে।

জীবনটাতে পড়ে যদি
তোমার চিন্তা আলো
রবীন্দ্রনাথ সবার বুকে
ভালো শুধু ভালো।