রবীন্দ্রনাথ কেমন আছো
তোমার সহজ পাঠে
আমার শিক্ষা কুমোর পাড়ায়
যায় না এখন হাটে।
মানুষ মনের ভাবের বকুল
যতই ফোটাও তুমি
সাহিত্য আর বাংলা ভাষা
হারাচ্ছে তার ভূমি।
গানে গল্পে কবিতায় তাই
বাংলা ভাষার ফুলে
বাইশে শ্রাবণ আর পঁচিশে
বৈশাখ যায় নি ভুলে।
হয় যে তোমার স্মরণ শুধু
গান কবিতা দিয়ে
রবীন্দ্রনাথ কেমন আছো
অর্ঘ্যটুকু নিয়ে।
রবীন্দ্রনাথ আছে থাকবে
সবার হৃদয় জুড়ে
গুনগুনিয়ে মন ভরিয়ে
গাইছে প্রাণের সুরে।
ভাষা গেছে পেরিয়ে যুগ
তোমার মনন স্রোতে
রবীন্দ্রনাথ ভালো থেকো
ভাষার জীবন পথে।