পুজো এলো, এলো পুজো
পড়ল ঢাকে কাঠি
খুকির খুশি কাশের ফুলে
কাঠামোতে মাটি।
পদ্ম শালুক ঝিলের ধারে
বইছে বাতাস ধীরে
খুকির আঁচল শিউলি ফুলে
প্যান্ডেলে যায় ফিরে।
সবুজ পাতা মেঘের ভেলা
মিঠে সূয্যি মামা
শিশির পড়া ঘাসের পথে
খুকির নতুন জামা।
শরৎ আলোয় আলোকিত
মা দুর্গা আজ এসে
খুকির আশা দুর্গতি নাশ
করবে ভালোবেসে।