তারার ভিড়ে তোমায় খুঁজি
দূর আকাশের পারে
বুকের ভেতর বিরহ দীপ
জ্বলছে বারে বারে।
চলে যাওয়া ব্যথার আগুন
ফোটে ফুলের বনে
স্বপ্ন রঙিন হৃদয়ে তার
খেলছে ফাগুন মনে।
চাঁদের ছোঁয়া তোমার মুখে
জ্যোৎস্না ভরা হাসি
মন জুড়িয়ে প্রাণ জুড়িয়ে
থাকছে পাশাপাশি।
গোলাপ রাঙা পথ পলাশে
মাঠ পেরিয়ে তারা
আগল খোলা ঘর বাঁধনে
প্রেমে আত্মহারা।
খুঁজতে খুঁজতে তারার তিমির
পথ হয়ে যায় আশা
দিনের শেষে সবটুকু মন
সেই তো ভালোবাসা।