ছায়ার মত পাশে থাকো
জীবনের এই পণ
হৃদয় যদি বুঝতে শেখে
মান রেখো তার মন।
আমার গর্ব তোমার গুমর
থাকবে না সব দিন
ভালোবাসায় কাটবে জীবন
রেখে যাব ঋণ।
পথ খুঁজেছি পথিক হব
রাখব হাতে হাত
হারিয়ে যায় সীমানা তার
দিগন্তে প্রাণপাত।
কুঁড়ে ঘরে আমাদের এই
শান্তি সুখের ধাম
একসাথে তাই পথ চলেছি
ভালোবাসার নাম।
আমার থাকা তোমার থাকা
ছায়া সঙ্গী মন
প্রেমের পরম হৃদয় ছোঁয়া
এই করেছি পণ।