নীল আকাশের গায়ে সাদা মেঘ ভাসে
শিশিরের রেখা দেখা যায় ছোটো ঘাসে,
এখনো শিউলি শরতের শেষে ঝরে
প্রকৃতি নিজেই সাজে আরো ভালো করে।

শুকনো পাতার মর্মর ধ্বনি দূরে
লাগল কাঁপন বনের সীমানা জুড়ে,
হিমেল হাওয়া সকালের রোদ মেখে
কামিনী টগর বকুল দাঁড়িয়ে দেখে।

ভোরের কুয়াশা ভুল পথে যায় চলে
বলাকারা ওড়ে নীড় ছেড়ে দলে দলে,
ধান খেতে ঢেউ একা একা করে খেলা
উঠোনে শিশুরা বসায় রঙের মেলা।

ঝিলের শালুক পাতা ঝাঁঝিদের ভিড়ে
ধীর পায়ে বক মাছ ধরে খায় ফিরে,
তালগাছ সারি আকাশ সীমানা ফেলে
আলপথ দেয় কবিতার খাতা মেলে।

শরতের শেষে ছাড়া পায় মেঘ যত
কিশলয় আসে নতুন দিনের মতো,
দেখে প্রকৃতির এই অপরূপ রূপ
আমার উদাসী দুপুর হৃদয় চুপ।