ফল ফুল শাক পাতা
প্রকৃতির দান
ফসলের সমারোহে
আছে বেঁচে প্রাণ।

চারিদিকে সবুজের
হয় যত চাষ
প্রাণীকুল আরামেতে
থাকে আশপাশ।

গাছপালা বনভূমি
সময়ের তালে
বৃষ্টি ও শীত যত
আনে ঋতু কালে।

ধানখেত জল বায়ু
আকাশ ও মাটি
সূর্যের মিঠা আলো
ষোলো আনা খাঁটি।

প্রকৃতিতে আমরা তো
থাকি পাশাপাশি
পশু পাখি গাছপালা
বড়ো ভালোবাসি।