প্রজাপতি প্রজাপতি
এসো আমার বাড়ি
রঙিন পাখায় উড়ে উড়ে
ফুলের বাগান ছাড়ি।
একটু উড়ে একটু বসে
ফুলের রেণু মেখে
খুঁজে খুঁজে চলে এসো
আমার বাড়ি দেখে।
আমি থাকি চার তলাতে
ইট পাথরের ভিড়ে
সবুজ সতেজ নেই এখানে
দেয়াল রঙের নীড়ে।
স্কুলের পথে আর দেখি না
ফুলের বাগান আছে
তবে তুমি মধুর লোভে
যাবেই বা কার কাছে।
আমাদের এই বারান্দাতে
ফুলের টবে এসো
রামধনু রঙ ছড়িয়ে দিয়ে
আমায় ভালোবেসো।