পৌষ পার্বণে পিঠে পুলি
খেতে দারুণ লাগে
কামড় দিয়ে পাটিসাপটা
রাখছি নিজের ভাগে।

নলেন গুড়ের গন্ধ মিশে
পুরপিঠেটির স্বাদে
আহা! এত অপূর্ব যে
মন ভরে আহ্লাদে।

কনকনে ভাব কাঁথা কম্বল
সঙ্গে ভাপা পিঠে
একটু একটু করে খেলে
লাগে খুবই মিঠে।

নতুন চালের মোয়া পায়েস
পেটটি ভরে খেতে
শীতের আমেজ ভোগ করে যাই
কাজে আসতে যেতে।

মা মাসি আর জ্বলছে উনুন
নবান্নে আজ হাসি
পৌষ পার্বণে আমরা সবাই
পিঠে ভালোবাসি।