কালকে রাতে আমার ঘরে
ফুল পরী এক এসে
সত্যি মাগো, নিয়ে গেল
রূপ কথার এক দেশে?
সেইখানে সেই ফুলের বনে
নাচছে সবাই হেসে
বলছে কথা নরম সুরে
খুশির হাওয়ায় ভেসে।
আহ্লাদী সব আদর মাখা
রঙিন ফুলের মেলা
আকাশ নীলে সাদা মেঘের
চলছে পরীর খেলা।
শোনো গো মা, চলবে না আর
রাগারাগি করা
মিলেমিশে থাকতে হবে
পক্ষীরাজে চড়া।
বাঁচার মতো বাঁচতে হবে
বলল পরী শেষে
হেসে গেয়ে মজা করে
মানুষ ভালোবেসে।