কোথা কোন দূর থেকে আসে
আবার চলে যায়
খুঁটে খুঁটে এই এখানে
জীবন খুঁজে পায়।
মরসুম পেয়ে চলে আসে
পরিযায়ী সব
সেইটুকু সেই সময় জুড়ে
করে কলরব।
পৃথিবীর এই ঋতুর চক্রে
দেখি কত মান
দু দণ্ড হোক বেঁচে থাকার
স্বস্তি পাওয়া প্রাণ।
এক মরসুমে আসে আবার
চলে তো যায় ঠিক
দেয় ভরিয়ে প্রাণ উড়ানে
সুন্দর চারিদিক।
আমরা তো সব পরিযায়ী
আমাদের এই বাস
অভ্যর্থনার মর্যাদাতে
হৃদয় ভালোবাস।