পড়াশুনায় আনন্দ আর
খুশি খুঁজে পেতে
জীবন গড়া জ্ঞান ও গম্যি
শেখো সংসারেতে।

বইয়ের পড়া স্কুলের শিক্ষা
অজানা ঠিক জানা
অক্ষরে সব বোধ ও বুদ্ধির
ভাবনা ষোলো আনা।

শেখার ইচ্ছে এগিয়ে পথ
পড়লে বইয়ের পড়া
জানলে বুঝলে মান্যতা পাও
এই সভ্যতা গড়া।

আজকে আমি কি কি শিখব
এই মনোভাব নিয়ে
বর্ণমালা আর পৃথিবী
দেখো দু চোখ দিয়ে।

ওঠো শিশু পড়তে বসো
শেখায় পাখির বাসা
শিক্ষা ও জ্ঞান বিশ্ব জয়ে
অগাধ ভালোবাসা।